৩৬৯
ঢাকা, ৩০ জুন ২০২১: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ওয়েবসাইট ও ডাটাবেজের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (৩০-০৬-২০২১) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে বিএনসিসি ওয়েবসাইট ও ডাটাবেজ এর উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ওয়েবসাইটে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে বিএনসিসি এর বিভিন্ন জনহিতকর কার্যক্রম প্রচারের পাশাপাশি বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন প্রশিক্ষণ, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কার্যক্রম নিয়মিত ভাবে আপডেট করা হবে।