২৫১
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০১৭: প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর উদ্যোগে বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের মধ্যে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদেরকে আজ শুক্রবার (১৫-১২-২০১৭) শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়াম, ঢাকা সেনানিবাস, ঢাকায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক জনাব ইলিয়াস হোসেন মোল্লা এবং বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে নিয়োজিত সকল পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।