২০১
ঢাকা, ৩০ জুন ২০২২: ঢাকার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার (৩০-০৬-২০২২) ফেয়ার গ্রুপ লিমিটেড ও এমআইএসটি’র মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান, বিএসপি, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই এর উপস্থিতিতে ফেয়ার গ্রুপ লিমিটেড এর পক্ষে পরিচালক জনাব মুনতাসিম দাইয়ান এবং এমআইএসটি’র পক্ষে কর্ণেল মুহাম্মাদ রোমিও নওরীণ খান, পিএসসি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার মাধ্যমে ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ ও গবেষণা উন্নয়ন এবং ইন্ডাষ্ট্রিয়াল ইত্যাদি বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।