Home » “বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯” এর শিরোপা জয় করল থাইল্যাণ্ডের SADOM KAEWKANJANA

“বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯” এর শিরোপা জয় করল থাইল্যাণ্ডের SADOM KAEWKANJANA

Author: আইএসপিআর

ঢাকা, ০৬ এপ্রিল ২০১৯ ঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, এমপি আজ শনিবার বিকালে (০৬-০৪-২০১৯) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে এশিয়ান ট্যুর গলফ ইভেন্ট “বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯”এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রাইজ মানির এই টুর্ণামেন্টে তীব্র প্রতিদ্ব›িদ্ধতাপূর্ণ খেলা উপহার দিয়ে শিরোপা জয় করেছেন থাইল্যাণ্ডের Sadom Kaewkanjana। আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ০১ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৬৫ + ৬২ + ৬৮ + ৭০ = ২৬৫ যা সর্বেমোট পারের চেয়ে ১৯ ষ্ট্রোক কম।

ভারতের পেশাদার গলফার Ajeetesh Sandhu পারের চেয়ে ১৮ স্ট্রোক কম খেলে ২য় স্থান অধিকার করেছেন এবং ভারতের অপর পেশাদার গলফার Rashid Khanপারের চেয়ে ১৭ সেট্রাক কম খেলে ৩য় স্থান অধিকার করেছেন। প্রফেশনাল গলফার মোঃ জামাল হোসেন মোল্লা বাংলাদেশের সেরা পেশাদার (প্রফেশনাল) গলফার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সেরা এ্যমেচার গলফার নির্বাচিত হয়েছেন শফিক বাঘা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকি, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, এশিয়ান ট্যুর এর ম্যানেজার ট্যুর এণ্ড প্লেয়ার এ্যাফেয়ার্স মিঃ উনহু পার্ক (Mr. Unho Park), সেলিব্রিটি মিঃ কাথবার্ট গর্ডন গ্রিনিজ (Mr. Cuthbart Gordon Greenidge) এবং বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

উল্লেখ্য, এ টুর্নামেন্ট ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে গত ০৩ এপ্রিল ২০১৯ তারিখে শুর” হয়ে অদ্য ০৬ এপ্রিল ২০১৯ তারিখে শেষ হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট