Home » বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২ দ্বিতীয় রাউন্ড (২৫ নভেম্বর ২০২২)

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২ দ্বিতীয় রাউন্ড (২৫ নভেম্বর ২০২২)

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ নভেম্বর ২০২২: আজ শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ তারিখে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন এর ২য় রাউন্ড এর খেলা হয় । সকাল ০৬:৩০ মিনিটে ২য় দিনের খেলা শুরু করে। ১৮টি হোলের এই দীর্ঘ কোর্সটি আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশী খেলোয়াড়রা অত্যন্ত আনন্দিত। আজকের দিনের বাছাই খেলা শেষে সর্বমোট ৬৯ জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের সংখ্যা ১০ জন।

০৩ জন বাংলাদেশের খেলোয়াড় শীর্ষ ১০ এ অবস্থান করছেন এবং মোট ৬৯জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন । চূড়ান্ত পর্ব ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিত হবে।

বাছাই রাউন্ড শেষে থাইল্যান্ডের ইত্তিপত বুরনতনয়রত পারের চেয়ে ০৯ শট কম খেলে ১ম স্থানে অবস্থান করছেন। এছাড়াও
৩৭ শট কম খেলে ২য় স্থানে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন।

এশিয়ান ট্যুর বৃহত্তম এই গলফের আসরটি বাংলাদেশে ২০১৫ সালে শুরু হয়। বর্তমানে এটি ৬ষ্ঠ তম টুর্নামেন্ট। বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ২য় বারের মত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠ পোষকতায় ও এশিয়ান ট্যুরের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে এটি ২য় টুর্নামেন্ট।

 

সম্পর্কিত পোস্ট