ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২০ঃ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বানৌপকস) ঢাকা শাখার উদ্যোগে আজ সোমবার (১০-০২-২০২০) বনানীস্থ টিএন্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর হাতে নৌ পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে এই কম্বল ও খাবার তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের বানৌজা হাজী মহসিনের অধিনায়ক, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজধানীর ১৯ ও ২০ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (০৭-২-২০২০) গভীর রাতে বনানী টিএন্ডটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুইশতাধিক ঘর পুড়ে যায় এবং চারশতাধিক এর অধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। সহায় কম্বলহীন প্রায় দুই হাজার দুঃস্থ শীতার্ত মানুষদের দূর্ভোগ মোকাবেলায় সহযোগীতার হাত বাড়াতেই নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এ উদ্যোগ গ্রহণ করে।