ঢাকা, ২৫ আগস্ট ২০১৭ ঃ ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন (অরকা) এর পক্ষ থেকে অরকা’র ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুর রহমান পলিন এর নেতৃত্বে চার সদস্যের একটি দল আজ শুক্রবার (২৫-০৮-২০১৭) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন এবং গজারিয়ার চরে বন্যা দূর্গত আনুমানিক ৩০০ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী, স্যালাইন এবং জরূরী ঔষধসহ ত্রানসামগ্রী বিতরণ করেন। ত্রানসামগ্রীর তালিকায় ছিল চাল,ডাল,পেয়াজ,লবন,চিড়া,গুড় ও ম্যাচ বক্স।
উল্লেখ্য, অরকা সব সময় জনহিতকর কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই স্বানামধন্য সংস্থাটি দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে সব সময়ই সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর জুলাই-আগষ্টের বন্যায় “অরকা” আর্ত-মানবতার সেবায় দেশের উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় দুঃস্থ মানুসের মাঝে ত্রান সামগ্রী, ঔষুধ ও জরুরী প্রয়োজনীয় দ্রব্য সমগ্রী সরবরাহ করেছে। ইতোমধ্যে এই সংস্থাটি উত্তর অঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর,রংপুর,নীলফামারী,গাইবান্ধা জেলায় ত্রান সামগ্রী সরবরাহ করেছে। উপস্থিত জনতা উক্ত দলকে নিজেদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে সাগ্রহে ত্রানসামগ্রী গ্রহন করেছেন।
বন্যা দূর্গতদের মাঝে অরকা’র ত্রানসামগ্রী বিতরণ
২৭৪