২৩১
ঢাকা, ১২ নভেম্বর ২০১৬ঃ- বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দল (RAFAT) যা রেড এ্যারোজ নামেও পরিচিত আজ শনিবার (১২-১১-২০১৬) থাইল্যান্ড থেকে উড্ডয়ন করে বাংলাদেশের চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ট্রানজিট সুবিধা গ্রহণের মধ্য দিয়ে তারা একই দিনে কোলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে। ট্রানজিটের প্রাক্কালে এ্যারোবেটিক্স দলটি চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের টারমাক থেকে রিফুয়েল করে। নয়টি Hawk T1 বিমানে সু-সজ্জিত দলটি ল্যান্ডিংয়ের পূর্বে মনোমুগ্ধকর ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে এবং রিফুয়েলিংয়ের সময় তারা বাংলাদেশ বিমান বাহিনীর স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে এ্যারোবেটিকস দলের সদস্যরা বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।