ঢাকা, ০৩ নভেম্বর ২০১৮ ঃ- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান মেলা-২০১৮ শনিবার (০৩-১১-২০১৮) তারিখ মহাখালীস্থা বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গনে সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, পরিচালক-আর্টিলারি পরিদপ্তর, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস এবং সভাপতি, পরিচালনা পর্ষদ, বিআইএসসি। বিচারক মন্ডলীতে ছিলেন ডঃ মুসতাক ইবনে আইয়ূব, সহকারী অধ্যাপক, যন্ত্রবিজ্ঞান ও শ্রম শিল্পবিজ্ঞিান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডঃ সাইকা আহমেদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডঃ রতন চন্দ্র জি, সহযোগী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববদ্যালয়।
বিচারকগণ সবগুলো প্রকল্প ঘুরে দেখেন এবং সেরা প্রকল্পগুলোকে পুরস্কারের জন্য নির্বাচিত করেন। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ছিল চলমান গ্যাস, বিদ্যুৎ ও দূষিত পানির সমস্যার সমাধান, পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ ও নগরায়ণ, পরিবেশ বান্ধব কীটনাশক সমন্বিত চাষাবাদ, বৈদ্যুতিক তারের মাধ্যমে এ্যাম্বুলেন্স চলাচল, বন্যা কবলম্ক্তু ভাসমান বাড়ি ইত্যাদি।
প্রকল্পগুলোর মধ্যে “অটোমেটিক ইলেক্ট্রো মেগনেটিক চার্জিং রোড” এবং এ্যারো “পিয়োজো” সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয় । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনার মূল দায়িত্ব ছিলেন অধ্যক্ষ কর্নেল মোঃ আনিসুর রহমান চৌধুরী, পিএসসি(অবঃ) এবং সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক মিঃ অনিমেষ সামুন্ধ ও মিসঃ মাহবুবা শফি। উল্লেখ্য এ বিজ্ঞান মেলা গত ০২ নভেম্বর ২০১৮ তারিখে শুরু হয়েছিল।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক বিজ্ঞান মেলা-২০১৮ অনুষ্ঠিত
২৫৫
Before Post