বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “Geospatial Technology Transformation: GNSS (CORS) as the Key to Sustainable Infrastructure Development in Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “Geospatial Technology Transformation: GNSS (CORS) as the Key to Sustainable Infrastructure Development in Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ মে ২০২৫: বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “Geospatial Technology Transformation: GNSS (CORS) as the Key to Sustainable Infrastructure Development in Bangladesh” শীর্ষক সেমিনারটি ২৭ মে ২০২৫ খ্রি. মঙ্গলবার, সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আগারগাঁও, ঢাকা এর শৈলপ্রপাত হলরুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় জনাব মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Ichiguchi Tomohide, Chief Representative, JICA Bangladesh Office। সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি, সার্ভেয়ার জেনারেল, বাংলাদেশ জরিপ অধিদপ্তর।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জিও-স্পেশাল প্রযুক্তি এখন বৈশ্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বক্তারা জাতীয় মানদণ্ড অনুযায়ী CORS স্থাপন, তথ্য আদান-প্রদান ও সমন্বিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। GNSS (CORS) প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা, কৃষি, পরিবহন, শহর পরিকল্পনা, এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে অভাবনীয় পরিবর্তন সাধন সম্ভব।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন মোঃ আবদুর রউফ হাওলাদার,  প্রকল্প পরিচালক, বাংলাদেশ জরিপ অধিদপ্তর। “Sustainable Infrastructure Development through GNSS CORS” শীর্ষক উপস্থাপনা প্রদান করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব সাইদুজ জামান।

সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং GNSS প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞগণ।

বক্তারা GNSS CORS এর ভবিষ্যৎ ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং টেকসই কার্যকারিতা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, জিও-স্পেশাল ডাটার সমন্বিত ব্যবহার ডিজিটাল বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখতে পারে।

সভাপতি সেমিনারে উপস্থিত হয়ে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং GNSS CORS প্রকল্পের সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।   

সম্পর্কিত পোস্ট