চট্টগ্রাম, ২৪ মে ২০১৭ ঃ চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে আজ বুধবার
(২৪-০৫-২০১৭) ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৭/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/এ ব্যাচের ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদী প্রশিক্ষণ শেষে র্যাংক ব্যাজ পরিধান করেন।
ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৭/এ ব্যাচ হতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার সুমাইয়া আফরীন ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ‘শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ হিসেবে ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ প্রাপ্ত হন।
ডিইও ২০১৭/এ ব্যাচের কুচকাওয়াজে চট্টগ্রাম নৌ অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষা সমাপনী ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিডশীপম্যানদের অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ উপভোগ করেন।