ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান আজ শনিবার (২৮-১২-২০২৪) চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখানে ‘এরিয়া টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা ঈসা খান এর সার্বিক ব্যবস্থাপনায় ০৭ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং কমডোর সুপারিন্টেডেন্ট ডকইয়ার্ড দলের ৪২ জন পুরুষ ও ১৬ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর আশরাফ মাহমুদ রিয়াদ ও লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি জুটি চ্যাম্পিয়ন এবং ক্যাপ্টেন আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ; টেনিস দ্বৈতে (মহিলা) লেঃ নাফিসা তাসনিম আহমেদ ও সাঃ লেঃ জেরিন রায়হান জেবা জুটি চ্যাম্পিয়ন এবং লেঃ ইশরাত জাহান প্রভা ও সাঃ লেঃ তাশফিন ফারহাত রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি চ্যাম্পিয়ন ও লেঃ কমান্ডার এম সাহেল রহমান রানার-আপ; টেনিস একক (মহিলা) সাঃ লেঃ তাশফিন ফারহাত চ্যাম্পিয়ন এবং সাঃ লেঃ জেরিন রায়হান জেবা রানার-আপ শিরোপা অর্জন করেন। সেই সাথে স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও লেঃ কমান্ডার এম ইমরান হোসেন খান রানার-আপ; স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লেঃ নাদরাতুন নাঈম নিশাত চ্যাম্পিয়ন ও কমান্ডার তাসনুভা আনান রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।