ঢাকা, ০৫ জুন ২০১৭ঃ ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৭’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ সোমবার (০৫-০৬-২০১৭) নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বনানীস্থ নৌ সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে উক্ত কর্মসূচীর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নৌ সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণসহ, ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার এবং উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমুহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের নৌ সদস্যদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় নৌবাহিনীর সকল ঘাঁটিসমূহে বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন গাছের চারা রোপন করা হবে।