পাহাড়কাঞ্চনপুর (টাঙ্গাইল), ০২ মার্চ:- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০১৭ আজ বৃহস্পতিবার (০২-০৩-২০১৭) টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে সমাপ্ত হয়। প্রতিযোগিতায় বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে। তন্মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার আপ হবার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের এসি-১ মোঃ সুজা মিয়া, মেট এসিস্ট্যান্ট প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হন।
এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ২৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে স্বাগতিক ঘাঁটির রক্ষনাবেক্ষণ শাখার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ফরহাদ আাহমদ তানবীর, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।