Home » বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ মে ঃ বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার ঢাকা বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ০৫ টি স্বর্ণ, ০৫ টি রৌপ্য ও ০৬ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ০৫ টি স্বর্ণ, ০২ টি রৗপ্য ও ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে। অপরদিকে ওয়ারটার পোলো প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদর (ইউনিট) এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৬ মে ২০২৪ তারিখে ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিমান সদর (ইউনিট) এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ আবু রায়হান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট