কক্সবাজার, ২৮ এপ্রিলঃ- করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ম আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৬ মার্চ ২০২০, ২৯ মার্চ ২০২০, ১৫ এপ্রিল ২০২০, ২১ এপ্রিল ২০২০ এবং ২৬ এপ্রিল ২০২০ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার ও এর পাশ্ববর্তী এলাকায় প্রায় ৫০০ নিম্ম আয়ের পরিবারের মাঝে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, পেঁয়াজ, খেজুর, মাল্টা এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা এর কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন। জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
২০৩