ঢাকা, ১১ আগস্ট ২০২০ঃ- লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিষ্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে প্রেরিত মানবিক ও ত্রাণ সহায়তা সোমবার (১০-০৮-২০২০) লেবাননে হস্তান্তর করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত জরুরী চিকিৎসা ও খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় বাংলাদেশ সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়। এসময় সেখানে লেবানন সরকারের প্রতিনিধির পাশাপাশি লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত H.E. Maj Gen Md Jahangir Al Mustahidur Rahman, psc উপস্থিত ছিলেন।
বন্ধুপ্রতীম দেশসমূহে সংঘটিত যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ধারাবাহিকতায় বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশী, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরী ত্রাণ ও চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরুপনের জন্য একটি কারিগরী মুল্যায়নকারী দলকে বিমান বাহিনীর এই সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে গত রবিবার (০৯-৮-২০২০) লেবাননে পাঠানো হয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, এসিএসসি, পিএসসি, জিডি(পি)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শণ স্বরূপ পরিচালিত মানবিক ও ত্রাণ সহায়তা কার্যক্রমের ফলে লেবাননের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।