৪৭৩
লালমনিরহাট, ১৮ জুলাইঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৪৬তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮-০৭-২০১৯) বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল এয়ার কমডোর মোঃ শফিকুল ইসলাম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৫৫ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অর্ন্তভুক্ত হলো।
রিক্রুট (এমওডিসি) নজরুল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন। অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।