২৩২
ঢাকা, ২৪ নভেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে প্রীতি বাস্কেটবল ম্যাচ আজ বৃহস্পতিবার (২৪-১১-২০১৬) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ভারতীয় বিমান বাহিনী দল জয় লাভ করে। খেলায় ভারতীয় বিমান বাহিনী দল বাংলাদেশ বিমান বাহিনী দলকে ৬৯-৫১ পয়েন্টে পরাজিত করে।
উল্লেখ্য যে, ভারতীয় বিমান বাহিনীর বাস্কেটবল দলটি গত ২২ নভেম্বর ২০১৬ বাংলাদেশে সফরে আসে। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।