ঢাকা, ০৯ এপ্রিলঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মঙ্গলবার (০৯-০৪-২০১৯) ০৭ দিনের এক সরকারী সফরে সৌদি আরব গমন করেন।
সৌদি আরব সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমী, আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন।
এছাড়াও তিনি সৌদি আরব অবস্থানকালে রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ General Fayiadh bin Ha’med Al-Rowaily ও রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার High Royal Highness Lieutenant General Turki bin Bandar bin Abdulaziz এর সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের সৌদি আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।