Home » বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সুইডেন গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সুইডেন গমন

Author: আইএসপিআর

 

ঢাকা, ১২ মেঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি রবিবার (১২-০৫-২০১৯) ০৪ দিনের এক সরকারী সফরে সুইডেন গমন করেন।

সুইডেনে সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের Stockholm এ অনুষ্ঠিতব্য “The International Forum for the Military Simulation, Training & Education Community” (ITEC) – 2019, এ অংশগ্রহন করবেন। উল্লেখ্য যে, ITEC একটি বাৎসরিক ফোরাম যেখানে সামরিক, শিক্ষা এবং একাডেমিয়া (Academia) প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন সেক্টর সম্পর্কিত জ্ঞান শেয়ার করেন। এখানে নব প্রবর্তিত বস্তু উপস্থাপনসহ ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ এবং সিমুলেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

এছাড়াও বিমান বাহিনী প্রধান সুইডেনে অবস্থানকালে Swedish Armed Forces I Swedish Air Force এর সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের সুইডেন সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট