ঢাকা, ০৪ অক্টোবরঃ- বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৩৪ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তির চেক প্রদান করেছে।
বাফওয়ার সভানেত্রী তাসনীম এসরার প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার (০৪-১০-২০১৬) তেজগাঁওস্থ ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তির চেক হস্থান্তর করেন। সর্বমোট ১৩৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এর জন্য, ১৯৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাধারন জিপিএ-৫ এর জন্য এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ছয় বিষয়ে ‘এ’ গ্রেড প্রাপ্ত ০২ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে ।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণের সহধর্মিনীগণ, বিমান সদরের পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক হস্থান্তর
২৭৩