ঢাকা, ১৩ জুন ২০২৪ (বৃহস্পতিবার)ঃ সরকার গৃহিত জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের মূল প্রতিপাদ্য ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যান সমিতি কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। ১৩ জুন ২০২৪ তারিখে বাফওয়া সভানেত্রী সালেহা খান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গনে ফলজ চারা রোপন করার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উম্মোচন ঘোষণা করেন। একই কর্মসূচীর আওতায় বিমান বাহিনী সকল ঘাঁটি/ইউনিটের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমুহেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গত ০৫ জুন ২০২৪ তারিখে শুরু হয় জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২৪। বৃক্ষ রোপনের প্রাক্কালে বাফওয়ার সম্মানিত সভানেত্রী উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রনে সাড়া দিয়ে সকলকে বাড়ির আঙ্গিনায়, খালি জায়গায় ও ছাদে/বারান্দায় গাছ/সবজি লাগানোর উদ্যোগ গ্রহণের আমন্ত্রন জানান। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যোগের পরে বাফওয়া সভানেত্রীসহ উপস্থিত সকলে দেশের পরিবেশ রক্ষাসহ প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা ও বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া, BAFWWA) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী – ২০২৪ পালন
৪২৭