ঢাকা, ২২ মার্চ ২০১৯ ঃ বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ সাইক্লিং দল আজ শুক্রবার (২২ মার্চ ২০১৯) নকুগাও চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন এর পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। যৌথ এ সাইক্লিং অভিযানটি গত ১৮ মার্চ ২০১৯ তারিখে ভারতের উত্তরবঙ্গ প্রদেশের বিনাগুরি মিলিটারি স্টেশন থেকে শুরু হয়। দলটি ভারতের বগুড়ায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বাংলাদেশের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ভারতের অভ্যন্তরে ধুব্রি-তুনা-ডালু রুট বরাবর ২৬৪ কিলোমিটার সাইক্লিং শেষে যৌথ এই সাইক্লিং দলটি বাংলাদেশে এসে পৌঁছায়। বাংলাদেশের অভ্যন্তরে হালুয়াঘাট-জামালপুর-ধনবাড়ী-মধুপুর বরাবর আরো ১৩৭ কিলোমিটার সাইক্লিং শেষে আগামী ২৫ মার্চ ২০১৯ তারিখে ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে যৌথ এই সাইক্লিং অভিযান সমাপ্ত হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল হতে প্রতিবছর বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর মধ্যে যৌথ এই সাইক্লিং অভিযান অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় যৌথ সাইক্লিং অভিযানের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরো বেগবান হবে।