ঢাকা, ১৬ অক্টোবর ২০১৬:- বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৬৭তম ডাইরেক্ট শর্ট সার্ভিস কমিশন (আর্মি মেডিক্যাল কোর/আর্মি এ্যাডুকেশন কোর) কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্টপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৩-১০-২০১৬) চট্টগ্রামস্থ বিএমএ প্যারেড গ্রাইন্ডে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মিলিটারি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিরাজুল ইসলাম শিকদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ৭৯ জন ট্রেইনি অফিসার কমিশন লাভ করেন, যার মধ্যে ৫৭ জন পুরুষ এবং ২২ জন মহিলা ট্রেইনি অফিসার তারেক মাহমুদ ফয়সাল কবির ৬৭তম ডিএসএসসি (এএমসি/এইসি) কোর্সে সেরা চৌকষ ট্রেইনি অফিসার বিবেচিত হন।
এর আগে, প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌছালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল আবু সাঈদ মোহাম্মদ বাকির তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএমএ’র কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।