চট্টগ্রাম, ১৮ এপ্রিল ২০১৯ঃ প্রতি বছরের ন্যায় এবারও সফলতার সাথে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া ‘‘টাইগার শার্ক’’। গত নভেম্বর ২০০৯ সাল হতে নিয়মিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াড্স’ (ঝডঅউঝ) এবং যুক্তরাষ্ট্রের বিশেষায়িত দল অংশগ্রহণ করে আসছে। গত ২৪ মার্চ ২০১৯ এ বছরের মহড়া শুরু হয়। চট্টগ্রাম ও কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এর প্রশিক্ষণ কর্মকান্ড চলে। এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স এর ০২জন কর্মকর্তাসহ ৩০ জন নৌকমান্ডো অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার (১৮-০৪-২০১৯) মার্কিন রাষ্ট্রদূত আর্ল ররার্ট মিলারের উপস্থিতিতে এ মহড়ার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রামের ডাঙ্গারচরে অবস্থিত নৌকমান্ডো ঘাঁটি বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিএসপি, এনসিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল ররার্ট মিলার উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডোগণ একটি বিশেষায়িত প্রদর্শনীর আয়োজন করে। সমাপনী ভাষণে মার্কিন রাষ্ট্রদূত নৌকমান্ডোদের দক্ষতা ও সাহসের ভূয়সী প্রসংশা করেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।