ঢাকা, ০৮ অক্টোবর ২০১৬: বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা-২০১৬ বৃহস্পতিবার (০৬-১০-২০১৬) টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সমাপ্ত হয়েছে।
সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল সাজ্জাদুল হক এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন (চট্টগ্রাম অঞ্চল) দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। রংপুর অঞ্চল দলের সৈনিক মোঃ রবিউল ইসলাম প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তীরন্দাজ এবং চট্টগ্রাম অঞ্চল দলের সৈনিক মোঃ জুয়েল রানা শ্রেষ্ঠ নবীন তীরন্দাজ বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর সকল দলের খেলোয়াড় ছাড়াও শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২ অক্টোবর ২০১৬ তারিখ হতে শুরু হওয়া এ আরচ্যারি প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ্্ করে।