ঢাকা, ১৫ অক্টোবর ২০১৭ (রবিবার)ঃ ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (১৫-১০-২০১৭), ঢাকা সেনানিবাসস্থ ৫৭ ই বেংগল প্রশিণ মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১০ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে এবং প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মাহফুজুর রহমান মাহফুজ সেরা আরচ্যার হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় সকল দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেস্নখ্য, গত ১০ অক্টোবর ২০১৭ তারিখ হতে শুরম্ন হওয়া আরচ্যারী প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।