ঢাকা, ২৬ এপ্রিল ২০১৮ ঃ- বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা-২০১৮ আজ বৃহস্পতিবার (২৬-০৪-২০১৮) সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় ঢাকার বনানীস্থ আর্মি সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।
এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দল ১২টি স্বর্ণ, ০৪টি রৌপ্য পদকসহ ১৩১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ০২ টি স্বর্ণ,০৯টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ পদকসহ ১৩০ পয়েন্ট পেয়ে ৬৬ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়। ৫৫ পদাতিক ডিভিশন দলের সৈনিক জুয়েল মিয়া শ্রেষ্ঠ সাঁতারু বিবেচিত হন। অপরদিকে, ১২টি গোল করে ওয়াটার পোলো খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক রফিকুল ইসলাম। আপরদিকে ডাইভিংএ শ্রেষ্ঠ ডাইভার হওয়ার গৌরব অর্জন করেন ৫৫ পদাতিক ডিভিশনের সর্জেন্ট আবুল কালাম আজাদ।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, সদর দপ্তর লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা অÑল এর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।