২২৪
ঢাকা, ০৫ অক্টোবর ২০১৮ (শুক্রবার) ঃ তুরস্ক সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি গত ০২ অক্টোবর ২০১৮ তারিখে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক এর স্মৃতিস্তভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও তিনি গত ০৩ অক্টোবর ২০১৮ তারিখ তুরস্কের আর্টিলারি ও মিসাইল স্কুল কমান্ড পরিদর্শন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ০১ অক্টোবর ২০১৮ তারিখ তুরস্কের প্র্রতিরক্ষামন্ত্রী হুলুসি একার (Hulusi Akar) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি ০২ অক্টোবর ২০১৮ তারিখ তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল ইয়াসের গুলার (Yasar Guler) ও ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দার (General Umit Dundar) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।