Home » বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৯ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৯ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ২০ অক্টোবর ২০১৯ঃ বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (২০-১০-২০১৯) ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল এর ইউপি সার্জেন্ট শ্রী প্রকাশ চক্রবর্তী শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় এবং ১৭ পদাতিক ডিভিশন অঞ্চল এর সৈনিক নয়ন কুমার বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় রংপুর অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০১৯ তারিখ হতে শুরু হওয়া উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

 

সম্পর্কিত পোস্ট