ঢাকা, ২৬ জুলাই ২০১৬:- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ’এর ল’ ডিপার্টমেন্ট এর উদ্যোগে “HUMAN RIGHTS IN THE AGE OF IMPERIALISM” শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার (২৬-৭-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আনিসুল হক, এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপ-উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী রাষ্ট্রগুলো মানবাধিকারের ইস্যুতে আন্তর্জাতিক যে সব চুক্তি ও কনভেনশন স্বাক্ষর করে সেগুলোর নেপথ্যে থাকে তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টা যা কিনা মানবধিকার চর্চার ক্ষেত্রে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলো মানবধিকার রক্ষার নামে অন্যান্য দেশের বৈদেশিক নীতির উপর প্রভাব বিস্তার করছে।
অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মাওলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সলিমুল্লাহ খান, সাধারণ শিক্ষা বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। এছাড়া রেজিস্ট্রার, চীফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।