ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০১৮: আজ সোমবার (২৬-২-২০১৮), মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে সেন্টার ফর হায়ার স্টাডিজ এন্ড রিসার্চ (সিএইচএসআর) এর উদ্যোগে “Rethinking Governance: Treacherous Terrain, Shifting Agenda and the Possible Way Forward” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (Dr. Kamal Uddin Ahmed) এবং প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল মেলবোর্ন ইন্সটিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়ার এর ডিরেক্টর ড. শরীফ এন. এস-সাবের (Dr Sharif N. As-Saber) ।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdadul-Ul-Bari, ndc, psc, te) ও উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার (Professor M Abul Kashem Mozumder, PhD.) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এরডিন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অবঃ) (Brig Gen Syed MofazzelMawla (Retd) সেমিনারের সভাপতিত্ব করেন।
সেমিনারে বক্তাগণ বলেন বাংলাদেশে সুশাসন নিশ্চিত করতে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ইতোমধ্যে সেসব প্রতিবন্ধকতা দূর করে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। বাংলাদেশ এমডিজির সব গুলো লক্ষ্যমাত্রা অর্জন, সন্ত্রাস দমনে সফল, আইসিটিতে উল্লেখযোগ্য সফলতা, পরিবেশ বিপর্যয় দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন, ভারতের সাথে সীমান্ত সমস্যা দূরীভূত, দারিদ্রতা দূর করা সহ সুশাসনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির সকল কর্মকর্তা, শিক্ষক, এমফিল ও পিএইচি গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ।
বিইউপিতে “Rethinking Governance: Treacherous Terrain, Shifting Agenda and the Possible Way Forward”শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
১৫৩