২০৩
টাঙ্গাইল, ২৮ আগষ্ট ২০১৬ : আজ রবিবার (২৮-৮-১৬) টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে মেইন্টেন্যান্স, রিপেয়ার এবং ওভারহোলিং র্যাডার ইউনিটের (২০৭ এমআরও ইউনিট) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি প্রধান অতিথি হিসেবে উক্ত ইউনিটের শুভ উদ্বোধন করেন। এই ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীতে ব্যবহৃত র্যাডারের মেইন্টেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং কার্যক্রমের দ্বারা বাহিনীর অপারেশনাল কার্যক্রম সুচারু এবং দক্ষতার সহিত সম্পন্ন করতে সক্ষম হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।