ঢাকা, ১১ মার্চঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার (১১-০৩-২০২০) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম শফিকুল আলম, বিবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২ জন এবং শ্রীলংকান বিমান বাহিনীর ১ জন কর্মকর্তা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন।
কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মো: জুনাইদুল ইসলাম ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নৌবাহিনীর প্রতিনিধি কর্মকর্তা উপস্থিত ছিলেন।