Home » বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস্)-এর বার্ষিকসাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪-২৫

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস্)-এর বার্ষিকসাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪-২৫

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস্)-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪-২৫ গত বৃহস্পতিবার (২৭-০২-২০২৫) তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, জুন-২০২৪ ক্যামব্রিজ ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় বিএএফ সেমস্-এর শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ‘ও’ লেভেলের ম্যাথ-ডি বিষয়ে তিনজন শিক্ষার্থী ‘Top in the World’ অর্জন করেছেন, একইভাবে ‘এ’ লেভেল ম্যাথ-এ তিনজন শিক্ষার্থী এই গৌরব অর্জন করেছেন। শিক্ষার্থীদের এই অসাধারণ কৃতিত্বের জন্য গণিত বিভাগের শিক্ষকদের দায়িত্বশীলতা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

পরবর্তীতে ফারজিনা ফাতিমা খান জুনিয়র গ্রুপে “সেরা শিক্ষার্থী ২০২৪-২৫” এবং নূর-ই-নাজিহা সিনিয়র গ্রুপে “সেরা শিক্ষার্থী ২০২৪-২৫” পুরস্কারে ভূষিত হন। কলেজের প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নুরুজ্জামান, মোহাম্মদ আমজাদ হোসেন এবং এম. মোফাজ্জল হোসেন কে যথাক্রমে স্কুল, কলেজ এবং বিশেষ বিভাগে “সেরা শিক্ষক ২০২৪-২৫” পুরস্কারে সম্মানিত করা হয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্যের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বিএএফ সেমস্ ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে বিএএফ সেমস্-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, পিএসসি স্বাগত বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি কলেজের শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন।

উক্ত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যার মধ্যে গান, আবৃত্তি, নৃত্য এবং নাটক উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট