Home » বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘এডেক্স ২০২১-৩’ অনুষ্ঠিত

বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘এডেক্স ২০২১-৩’ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ নভেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘এডেক্স ২০২১-৩’ বুধবার (২৪-১১-২০২১) অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশাল অঞ্চলের বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের জঙ্গি বিমান, পরিবহণ বিমান, হেলিকপ্টার, র‌্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশগ্রহণ করে।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ মূলমন্ত্রে দীক্ষিত বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা, সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নকল্পে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা মহড়ার আয়োজন করে, যা বাংলাদেশের সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় বিশেষ ভূমিকা পালন করে। এই মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকগণ ইন্টারসেপশন, আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভূমিতে গোলাবর্ষণ, পর্যবেক্ষণ সহ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করে। উল্লেখ্য যে, উক্ত মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিট সীমিত পরিসরে অংশগ্রহণ করে।

 

সম্পর্কিত পোস্ট