২৪০
টাঙ্গাইল, ০৪ জানুয়ারি ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আযান ও ক্বিরাত প্রতিযোগিতা – ২০১৮ আজ বৃহষ্পতিবার (০৪-০১-২০১৮) বিএএফ ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর -এর কেন্দ্রীয় মসজিদে সমাপ্ত হয়।
প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু বিজয়ী এবং বিএএফ ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিএএফ ঘাঁটি জহুরুল হক এর কর্পোর্যাল রাশেদ, মিউজিক আযান প্রতিযোগিতায় প্রথম এবং বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু এর সার্জেন্ট (এমওডিসি) মিজান, জিডি ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।
স্থানীয় ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর এইচ এন এম এহতেশাম মাহমুদ, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।