ঢাকা, ১৪ জানুয়ারিঃ বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের অসামান্য অর্জন এবং তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি করার লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বিমান বাহিনী সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান বাহিনীর ক্রীড়া দলসমূহকে সংবর্ধনা প্রদান করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো ‘বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০২৪’ এ বিমান বাহিনীর হকি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যা জাতীয় পর্যায়েও প্রথম। বাংলাদেশ বিমান বাহিনী আর্চারী দল প্রথমবারের মত ‘আর্চারী লীগ-২০২৪’ এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বিমান বাহিনীর কাবাডি, ভলিবল এবং বাস্কেটবল দলসমূহও তাদের নিজ নিজ অবস্থান হতে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণপূর্বক কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিমান বাহিনী ভলিবল দল ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ রানার আপ, বিমান বাহিনী বাস্কেটবল দল ‘বিজয় দিবস কাপ-২০২৪’ এ রানার আপ এবং বিমান বাহিনী কাবাডি দল ‘ বিজয় দিবস কাপ-২০২৪’ প্রতিযোগীতায় রানার আপ হওয়ায় গৌরব অর্জন করেছে যা বিমান বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের। বিমান বাহিনী হকি দলের সদস্য এলএসি সোহানুর রহমান ‘বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০২৪’ এবং ভলিবল দলের সদস্য কর্পোর্যাল মোঃ নাজমুল আলী ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন। কাবাডি দলের এলএসি দিপায়ন গোলদার ‘বিজয় দিবস কাবাডি’ প্রতিযোগিতায় মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এড়াছাও আর্চারী দলের সদস্য এসি-২ সীমা আক্তার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে চলছেন। সীমা আক্তার তুরস্কে অনুষ্ঠিত ‘অলিম্পিক বাছাই পর্ব-২০২৪’ এ অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক নারী দিবস এবং জাতীয় যুব আর্চারী প্রতিযোগিতায় বিমান বাহিনীর পক্ষে ৩ টি স্বর্ণ ও ২ টি রৌপ্য পদক জিতেছেন। যার ফলশ্রæতিতে বিমান বাহিনী আর্চারী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।