২৬২
লালমনিরহাট, ২৯ মার্চ ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৪৪তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার (২৯-০৩-২০১৮) বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। রিক্রুট (এমওডিসি) রায়হান মিয়া শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন।
অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা,বিমানসেনা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।