২০৮
ঢাকা, ১৭ জুনঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ফ্রান্সের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আন্দ্রে লানাটা এর আমন্ত্রণে শনিবার (১৭-০৬-২০১৭) ০৫ দিনের এক সরকারী সফরে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিতব্য “The 52nd International Paris Air Show” এ অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ঐদেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাত সহ বিমান প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। তাছাড়াও তিনি বিমান প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানীর প্যাভেলিয়ন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।