৪৫৫
কক্সবাজার ০৯ মে ঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি অদ্য ০৯ মে ২০১৯ তারিখে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর উন্নয়ন তথা কক্সবাজার বিমান বন্দরের সম্প্রসারনে বিমান বাহিনীর সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে মেয়র, জেলা প্রশাসকসহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা করেন। ভবিষ্যতে কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
এমতাবস্থায়, বিমান বাহিনীর পরিচালন কার্যক্রম বৃদ্ধিসহ বিমান বন্দরের বহিঃনিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে তিনি ২০২০-২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের বিষয়ে আলোচনা করেন।