১৮৩
ঢাকা, ২৮ মার্চঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সস্ত্রীক এবং তিন জন সফরসঙ্গীসহ বুধবার (২৮-০৩-২০১৮) মালয়েশিয়া বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে ০৪ দিনের এক সরকারী সফরে মালয়েশিয়া গমন করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মালয়েশিয়া অবস্থানকালে ঐদেশের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স ফোর্সের প্রধান, বিমান বাহিনী প্রধানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি সফরকালে মালয়েশিয়ার বিমান রক্ষণাবেক্ষণ ও ওভারহালিং কোম্পানি AIROD পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের মালয়েশিয়া সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।