২৭৩
ঢাকা, ০১ জুনঃ- গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপদেষ্টা জনাব নাসির এ চৌধুরী সহ ০৩ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার (০১-০৬-২০১৬) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ওয়ালি শফিক মেনহাজ খান, ডিএমডি। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও হকি ফেডারেশনের উন্নয়নের জন্য গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে ৩ বছরে ১ কোটি টাকা অনুদানের প্রতিশ্র“তিবদ্ধ হন।