ঢাকা, ০৮ মেঃ- রাজকীয় সৌদি বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ০৪ সদস্যের একটি প্রতিনিধি দলের প্রধান হিসেবে সম্প্রতি সৌদি আরব সফর করেছেন ।
সৌদি আরব সফরকালে তিনি সি-১৩০ পরিবহন বিমানের মেইনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং সংক্রান্ত সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে সে দেশের চীফ অব জেনারেল স্টাফ General Fayyad bin Hamed Al Ruwaili এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার Lieutenant General PrinceTurki bin Bandar bin Abdulaziz এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের উন্নয়নের লক্ষ্যে পেশাগত এবং পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বিমান বাহিনী প্রধানের সৌদি আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।