Home » ভারতে অনুষ্ঠিতব্য 133RD EDITION OF DURAND CUP TOURNAMENT-2024 এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ফুটবল দলের অংশগ্রহণ প্রসঙ্গে

ভারতে অনুষ্ঠিতব্য 133RD EDITION OF DURAND CUP TOURNAMENT-2024 এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ফুটবল দলের অংশগ্রহণ প্রসঙ্গে

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ জুলাই ২০২৪: আগামী ২৬ জুলাই ২০২৪ হতে ৩১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত 133rd Edition of Durand Cup Tournament- 2024 ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি ভারতের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবেঃ কলকাতা, জামশেদপুর, কোকরাঝাড় এবং শিলং। এই প্রতিযোগিতায় সর্বমোট ২৪টি দল অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, ২০২৩ সালে 132nd Edition of Durand Cup Tournament-2023 এ বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল সর্বপ্রথম অংশগ্রহণ করেছিল। ১৮৮৮ সালে ভারত সরকারের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড দ্বারা কিংবদন্তি ডুরান্ড কাপ শিমলায় শুরু হয়েছিল। ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট।

সম্পর্কিত পোস্ট