ঢাকা, ১১ অক্টোবর ২০১৭: ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার ওপর মাঠ পর্যায়ে যৌথ অনুশীলন আজ বুধবার (১১-১০-২০১৭) তারিখ ঢাকার মিরপুরস্থ ইস্টার্ন হাউজিং পল্লবীতে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গত ০৮ অক্টোবর ২০১৭ হতে Disaster Response Exercise and Exchange (DREE)-২০১৭ এর অনুষ্ঠান শুরু হয়েছে।
অনুশীলনের উদ্দেশ্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা পরীক্ষা ও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা অর্জন, ভূমিকম্প মোকাবেলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিসমূহ দেশীয় ব্যব¯হাপনায় একীভূতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং বিভাগীয় ও মাঠপর্যায়ে অনুরূপ অনুশীলন এবং বাস্তবায়নের লক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রশিক্ষিত করা।
উক্ত অনুশীলনের প্রাথমিক পর্যায়ে গত ০৮-০৯ অক্টোবর ২০১৭ তারিখে দেশী ও আন্তর্জাতিক সংস্থাসমূহের ভূমিকম্পের উপর বিভিন্ন ধরনের উপস্থাপনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে গত ০৯ ও ১০ অক্টোবর ২০১৭ তারিখে Table Top Exercise অনুষ্ঠিত হয়েছে। আজ মাঠ পর্যায়ের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মাঠ পর্যায়ের অনুশীলনের অংশ হিসেবে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও জাতিসংঘ অফিসসমূহ এবং বিদেশীসহ প্রায় ১৩০টি সংস্থা হতে আনুমানিক ১৪০০ জন অংশগ্রহণ করেছে। এছাড়া কানাডা, চীন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেছে। এ অনুশীলনে সকল স্তরের দেশী ও বিদেশী সংস্থাসমূহের স্বতস্ফুর্ত অংশগ্রহণ বাংলাদেশে ভূমিকম্প পরবর্তী দূর্যোগ মোকাবেলা প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকের মহড়ায় সংসদ সদস্য আলহ্বাজ। ইলিয়াস উদ্দীন মোল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ধরনের অনুশীলন বাংলাদেশের ভূমিকম্প দূর্যোগ ব্যবস্থাপনা আরও সুসংহত করবে এবং পাশাপাশি আঞ্চলিক দূর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে ।