Home » ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ০১ জন আটক

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ০১ জন আটক

Author: আইএসপিআর

ভোলা, ০৮ মার্চ ২০২৫: আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৭-০৩-২০২৫) দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ০৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকা- দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট