২১২
ঢাকা,০১ জুলাই : আগামী ০২-০৭-২০১৯ খ্রিঃ (১৮-০৩-১৪২৬ বঙ্গাব্দ) মঙ্গলবার পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে। ঐদিন ২২টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে তা শুরু হয়ে ০৩-০৭-২০১৯ খ্রিঃ ০৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ০৩-০৭-২০১৯ খ্রিঃ ০১টা ২৩ মিনিট ০০ সেকেন্ড বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক হতে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত গ্রহণটি দেখা যাবে। বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ দেয়া আছে।