‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট অনুষ্ঠিত

‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫: প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বরাত পত্র মোতাবেক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁও, ঢাকা এ ফ্লাই পাস্ট এর পাশাপাশি নিম্নলিখিত জেলা ও সময় অনুযায়ী ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে:  

ক্র/নংবিমানের প্রকার  গন্তব্য এবং সময়  
০৩ × পিটি-৬  খুলনা (১১২০ ঘটিকা) বাগেরহাট (১১৩৩ ঘটিকা)  
০৩ × জি ১২০টিপি  কুষ্টিয়া (১১২৫ ঘটিকা) -নাটোর (১১৪৪ ঘটিকা) বগুড়া (১২০৪ ঘটিকা)  
০২ × এফ-৭বিজিওয়ান  চট্টগ্রাম শহর (১১৩০-১১৪০ ঘটিকা) ফৌজদারহাট (১১৪৫-১১৫৫ ঘটিকা)
০২ × এফ-৭বিজি  কক্সবাজার (১২০০-১২১০ ঘটিকা) মাতারবাড়ী (১২১৫-১২২০ ঘটিকা)  

সম্পর্কিত পোস্ট